কিশোরীদের খোঁজে তুরস্কে গেছে ব্রিটিশ পুলিশ

Scotland yardপূর্ব লন্ডনের যে তিনজন কিশোরী ইসলামিক স্টেটের সাথে যোগ দিতে তুরস্ক হয়ে সিরিয়ায় উদ্দেশ রওয়ানা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের খোঁজে ব্রিটিশ পুলিশের একটি দল তুরস্কে গেছে। পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তারা তুরস্কে ঠিক কি করবেন।
স্কটল্যান্ডে ইয়ার্ডের একজন মুখপাত্র শুধু জানিয়েছেন, “তদন্তে তুরস্কের কর্তৃপক্ষ সব ধরণের সাহায্য করছে।”
১৫ এবং ১৬ বছরের এই তিন কিশোরীর মধ্যে শামিমা বেগম এবং খাদিজা সুলতানা বাংলাদেশী বংশোদ্ভূত।
ওদিকে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে কিভাবে তিনটি কিশোরী তুরস্কের বিমানে উঠতে পারলো, তা নিয়ে প্রশ্ন উঠছে।
জানা গেছে, ২০১৩ সালে আকসা মাহমুদ নামে যে তরুণী স্কটল্যান্ডের গ্লাসগো থেকে আইএস যোদ্ধাকে বিয়ে করতে সিরিয়া গেছে, তার টুইটার পাতায় শামিমা তার পালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল।
আকসা মাহমুদের টুইটার অ্যাকাউন্ট পুলিশের নজরদারিতে থাকলেও, শামিমার বার্তা তাদের নজর এড়িয়ে গেল তা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button