রাজনৈতিক সঙ্কট ও সহিংসতায় দেশের আলেমসমাজ উদ্বিগ্ন : আল্লামা শফী
চলমান রাজনৈতিক সঙ্ঘাত, অর্থনৈতিক স্থবিরতা, মানুষের জানমালের চরম নিরাপত্তাহীনতা ও খুন-খারাবির মতো নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করে এ ব্যাপারে বিবদমান রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে শান্তিপূর্ণ উপায়ে সঙ্কট নিরসনের উপায় বের করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির ও দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
গত ২১ ফেব্রুয়ারি বিকেলে সংবাদপত্রে প্রেরিত বিবৃতিতে তিনি আরো বলেন, ঈমান-আকিদাভিত্তিক একটি অরাজনৈতিক বড় সংগঠন হিসেবে হেফাজতে ইসলাম কোনোভাবেই দেশে দমন-পীড়ন, জ্বালাও-পোড়াও, নিরীহ মানুষকে আক্রমণের নিশানা করা ও হত্যাকাণ্ডের মতো নৃশংসতা চায় না, চায় শান্তি।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব-সঙ্ঘাতে বর্তমানে দেশে যে ভয়াবহ পরিস্থিতি চলছে তাতে দেশবাসী আতঙ্কিত। দেশব্যাপী সহিংসতা, হানাহানি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় মানুষের স্বাভাবিক চলাচল ও আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। দ্রব্যমূল্য ধরাছোঁয়ার বাইরে। খেটে খাওয়া শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কর্মহীন ও নিঃস্ব হয়ে খেয়ে-না খেয়ে দিন কাটাচ্ছে। পাশাপাশি রাজনৈতিক মামলা ও গ্রেফতার আতঙ্কে নাগরিক জীবনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ নিয়ে সাধারণ নাগরিকদের পাশাপাশি দেশের আলেম সমাজও চরমভাবে উদ্বিগ্ন।
আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহম্মদের পাঠানো ওই বিবৃতিতে তিনি আরো বলেন, আমরা চাই বর্তমান সঙ্ঘাতময় পরিস্থিতির দ্রুত অবসান হয়ে দেশে স্থিতিশীলতা ফিরে আসুক। রাজনৈতিক দলগুলো দেশ ও জনগণের জন্য কাজ করলে এমন সঙ্কট কখনোই সৃষ্টি হতো না। রাজনৈতিক সঙ্কটের সমাধান রাজনৈতিকভাবেই আসতে হবে, ছাড় দেয়ার মানসিকতা ছাড়া কখনোই সঙ্কটের সুরাহা হবে না।
হেফাজত আমির বলেন, পবিত্র ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস, খুনাখুনি ও জোর-জুলুমের যেমন স্থান নেই, তেমনি মানুষের মৌলিক অধিকার হরণেরও সুযোগ নেই। ইসলাম সব সময় ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠায় অন্যায়-অবিচার, জুলুম-অত্যাচার ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত কঠোর। দেশের চলমান রাজনৈতিক সঙ্কটের কারণে যে ভয়ঙ্কর সঙ্ঘাতময় পরিস্থিতি চলছে, তাতে ইসলামের খাদেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের আলেম সমাজের চুপ থাকার সুযোগ নেই। ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত দেশ ও জাতির যেকোনো সঙ্কটে আলেম সমাজ দায়িত্বশীল ভূমিকা রেখে আসছে।
হেফাজত আমির রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা দেশ ও জনগণের স্বার্থে আল্লাহর ওয়াস্তে আলোচনায় বসে শান্তির পথ বের করুন। ক্ষমতার জন্য কাড়াকাড়ি করে দেশ ও জনগণের সর্বনাশ ডেকে আনবেন না। অন্যথায় ইতিহাস কখনোই আপনাদের ক্ষমা করবে না।