অভিবাসন আইন কঠোর করছে অস্ট্রেলিয়া
সন্ত্রাসবাদ মোকাবেলায় অভিবাসন আইন কঠোর করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট সোমবার এ কথা জানিয়েছেন।
অ্যাবোট বলেছেন, কোনো দ্বৈত নাগরিকের ক্ষেত্রে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিল করা হবে।
তিনি আরও বলেন, জন্মসূত্রে অস্ট্রেলিয়ার কোনো নাগরিক যদি সন্ত্রাসবিরোধী আইন ভঙ্গ করে তাহলে তার বেশকিছু নাগরিক সুবিধা বাতিল করা হবে।
এ ছাড়া সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে পারে এ ধরনের সংগঠনের ওপর বিশেষ নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন তিনি।
দেশটিতে সম্প্রতি সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হলো।
গত বছরের ডিসেম্বরে সিডনির একটি ক্যাফেতে হামলার ঘটনায় দুই জিম্মি নিহত হন। এছাড়া এ পর্যন্ত দেশটি থেকে শতাধিক নাগরিক আইএসে (ইসলামিক স্টেট) যোগ দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আইএসের পক্ষ থেকে বিভিন্ন সময় অস্ট্রেলিয়ায় হামলা চালানোর আহ্বান জানানো হয়েছে। দেশটি বিভিন্ন মুসলিম রাষ্ট্রে ‘সন্ত্রাসবিরোধী’ হামলা চালানো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সদস্য।