সৌদি আরবে আগুনে পুড়ে ৫ বাংলাদেশির মৃত্যু

Saudi Fireসৌদি আরবের দাম্মামে সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে পাঁচ বাংলাদেশিসহ ছয় শ্রমিক মারা গেছে। সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ৫ বাংলাদেশিসহ ৬ জনের মৃত্যুর খবর জানালেও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারওয়ার আলম স্থানীয় সময় দুপুরে ৪ জনের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন।
নিহতরা হলেন- ফেনী জেলার দাগনভূঞায়ার বদিউর রহমানের ছেলে মীর রহমান, কুমিল্লা চান্দিনার আবু মূসা, কুমিল্লা চৌদ্দগ্রামের গুনবতী এলাকার নিসা মিয়া, চাঁদপুরের লোকমানের ছেলে আবু মোল্লা এবং কুমিল্লা নাঙ্গলকোট থানার আবুল কালামের ছেলে জিয়াউর রহমান।
দূতাবাস সূত্রে জানা গেছে, দাম্মামের ‘দাল্লা সানাইয়া’ নামক এলাকায় স্থানীয় সময় ভোর ৫টার দিকে একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত অপর শ্রমিক পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button