সুইস ব্যাংকে এইচএসবিসি ব্যাংকের প্রধানের এ্যাকাউন্ট
এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী স্টুয়ার্ট গালিভারের একটি সুইস ব্যাংকে এ্যাকাউন্ট রয়েছে। এইচএসবিসির পক্ষ থেকে সোমবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গার্ডিয়ান পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছিল, পানামাভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে একটি সুইস ব্যাংকে এ্যাকাউন্ট পরিচালনা করে আসছেন গালিভার। ওই এ্যাকাউন্টে ৫০ লাখ ব্রিটিশ পাউন্ড রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
এ প্রতিবেদন প্রকাশের পরই এইচএসবিসি কর্তৃপক্ষ তার ওই এ্যাকাউন্টের তথ্য নিশ্চিত করল।
কর্তৃপক্ষ জানিয়েছে, গালিভার হংকংয়ে বসবাস করছেন এবং দেশটিতে নিয়মিত কর পরিশোধ করে আসছেন। একই সঙ্গে তিনি যুক্তরাজ্য সরকারকে কর দেন বলেও উল্লেখ করা হয়েছে। তবে পানামাভিত্তিক ওই প্রতিষ্ঠানের সম্পর্কে কিছু বলা হয়নি।
গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে গালিভারের বিরদ্ধে কর ফাঁকির কোনো অভিযোগ করা না হলেও এইচএসবিসির কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।