৩ স্কুল ছাত্রী নিখোঁজের ঘটনায় রোশনারা আলীর উদ্বেগ
পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত বেথনালগ্রিন-বো আসনের সাংসদ লেবার দলীয় রোশনারা আলী বাংলাদেশী ৩ ছাত্রীর নিখোঁজ হওয়ার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে তার এ ব্যাপারে আলাপ প্রসঙ্গে রোশনারা আলী বলেন, পুলিশ নিখোঁজ মেয়েদের পরিবারের সাথে যোগাযোগের পাশাপাশি তাদের খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, মেয়েগুলো সত্যিকার অর্থেই বিপদজনক পরিস্থিতির মধ্যে আছে, এমনকি তাদের প্রাণহানিরও আশংকা রয়েছে বলে তিনি উদ্বিগ্ন।
রোশনারা তার বিবৃতিতে বলেন, এ সব অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের নিরাপত্তা নিয়ে আমি গভীরভাবে চিন্তিত। তারা মৌলবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়তে পারে, সিরিয়া/তার্কি বর্ডার ক্রস করে থাকতে পারে।
বিবৃতিতে তিনি বলেন, নিখোঁজ মেয়েদের সম্পর্কে কারো কোন তথ্য জানা থাকলে অথবা কারো সাথে কোন যোগাযোগ হয়ে থাকলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান রোশনারা আলী।