৬ নাগরিকের পাসপোর্ট বাতিল করল ফ্রান্স
সিরিয়ায় আইএস-এ যোগদানের পরিকল্পনা করায় নিজ দেশের ছয় নাগরিকের পাসপোর্ট বাতিল করেছে ফ্রান্স সরকার। এই প্রথম নিজ দেশের নাগরিকের পাসপোর্ট বাতিল করলো দেশটির সরকার।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড কেজেনেভু জানান, গোয়েন্দা তথ্য মতে জানা গেছে তারা সকলেই আইএসে যোগদানের পরিকল্পনা করেছিল। সেজন্য তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত সন্ত্রাস দমনের পথে নতুন ধাপ। ইতোমধ্যে ফ্রান্স আইএসের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য বাহরাইনে একটি বিমান পাঠিয়েছে বলে জানান তিনি।
প্রতিরক্ষামন্ত্রী জিন-ইভস-লি-দারিয়ান জানান, ইরাকে আইএসের স্থাপনায় হামলা করার জন্য বিমানটি ব্যবহার করা হবে।
সোমবার সকালে রাফায়েল ফাইটার বিমানটি বাহরাইনের উত্তর উপকূল থেকে উড়ে যায়। ফ্রান্স সেপ্টেম্বর থেকে মার্কিন সহায়তায় আইএসের বিরুদ্ধে অপারেশন চ্যামেল পরিচালনা করে আসছে।