টিউশন ফি ৬ হাজার পাউন্ড করার ঘোষণা এড মিলিব্যান্ডের
ক্ষমতায় গেলে ইউনির্ভাসিটি টিউশন ফি বছরে ৯ হাজার থেকে কমিয়ে ৬ হাজার পাউন্ড করার ঘোষণা দিয়েছেন লেবার লিডার এড মিলিব্যান্ড। ২০১৬ সালের অটাম থেকে তা কার্যকর করা হবে বলে জানান তিনি। তবে লেবার লিডারের ঘোষণা বাস্তবে রূপ পেলে কোর্স সম্পন্নের ক্ষেত্রে ফান্ডিংয়ের অভাব দেখা দিতে পারে বলে শতর্ক করেছে কিছু কিছু ইউনির্ভাসিটি। উল্লেখ্য গত নির্বাচনে টোরি লিব কোয়ালিশন সরকার ক্ষমতায় আসার পর ইংল্যান্ডে ইউনির্ভাসিটি টিউশন ফি বৃদ্ধি করা হয়েছিলো। বছরে ৯ হাজার পাউন্ড টিউশন ফির বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রামও করেছেন স্টুডেন্টরা। শুক্রবার লেবার লিডার এড মিলিব্যান্ড জানালেন আগামী নির্বাচনে কোয়ালিশন করেও যদি ক্ষমতায় যান তারপরেও টিউশন ফি কমাবেন তিনি।
বর্তমান নিয়ম অনুযায়ী স্টুডেন্টরা ৩০ বছরের ভেতরে টিউশন ফির অর্থ পরিশোধ করেন। এর মধ্যে যারা উচ্চ বেতনে চাকুরী করেন তাদেরকে ইন্টারেস্টসহ সমুদয় অর্থ এক বছরের ভেতরে পরিশোধ করতে হয়। আর যারা নিম্ন বেতনের চাকুরী করেন তাদেরকে এ নিয়ে কোনো চিন্তা না করলেই চলে বলা যায়। লেবার লিডার জানিয়েছেন ২০১৬ সালের অটামের পর ধনী গ্রাজুয়েটরা কম পরিশোধ করবেন এবং দরিদ্র গ্রাজুয়েটদের উপর এর প্রভাবও না পড়তে পারে।
লেবার পার্টির টিউশন ফি কামানোর প্রস্তাবে স্বল্প সময়ের জন্য হলেও ইউনিভার্সিটিগুলোর অর্থনৈতিক চাপ কমাতে এবং স্বল্প ও দীর্ঘ সময়ের জন্য সরকারী ঋণ কমাতেও সহযোগিতা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে টিউশন ফি কমানোর প্রস্তাব খুব একটা প্রভাব ফেলতে পারেনি স্টুডেন্টদের মাঝে। অনেকে এটিকে নির্বাচিত প্রতিশ্রুতি হিসেবে দেখছে। কেউ কেউ আবার স্বাগত জানিয়েছে।
এদিকে লিবডেম বলছে, লেবারের এ প্রস্তাবে অর্থনৈতিক অদক্ষতার ছাপ রয়েছে। আর টোরি বলেছে এ প্রস্তাব টেক্স পেয়ার্স ইউনির্ভাসিটি এবং স্টুডেন্টদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে না।