মঙ্গলে কুরআন নিয়ে যাওয়ার আগ্রহ মিসরীয় যুবকের
বহুল আলোচনার জন্ম দেয়া মঙ্গলগ্রহে আল কুরআন নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মিসরের যুবক মুহাম্মদ আবদু সালাম। জানা গেছে, মঙ্গলে মনুষ্য বসতি স্থাপনের জন্য অফেরতযোগ্য যাত্রায় অংশ নিতে আগ্রহী প্রতিযোগীদের তালিকা প্রকাশ করেছে নেদারল্যান্ডসভিত্তিক অলাভজনক সংস্থা মারস ওয়ান। স্থায়ী মানব বসতি গড়ার মিশন নিয়ে ২০২৪ সালের মধ্যে চারজন নারী-পুরুষকে মঙ্গলগ্রহে পাঠানোর উদ্যোগ নিয়েছে মারস ওয়ান। ধাপে ধাপে বাছাইয়ের মাধ্যমে মাত্র চার ভাগ্যবানকে বেছে নেয়া হবে। এই যাত্রা একমুখী, এসব অভিযাত্রীদের কখনো পৃথিবীতে ফিরিয়ে আনা হবে না।
সম্প্রতি আবেদনকারীদের ছোট তালিকা প্রকাশ করেছে মারস ওয়ান। সেখানে বিভিন্ন দেশের ৯৯ জনের নাম রয়েছে। ওই তালিকার একজন হলেন মিসরের যুবক মুহাম্মদ আবদু সালাম। এ বিষয়ে তিনি বলেন, যদি আমাকে মঙ্গলগ্রহে আল কুরআন নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয় তাহলে, আমিই প্রথম ব্যক্তি যে পবিত্র কুরআনকে অন্য গ্রহে নিয়ে যাবো। বিষয়টি অবশ্যই রোমাঞ্চকর। আমি মুহূর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। অফেরতযোগ্য যাত্রা নামকরণের ব্যাপারে তিনি বলেন, ‘মানুষের জীবন মহান আল্লাহ তায়ালার হাতে। তার এ ভ্রমণে জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। চূড়ান্তভাবে মনোনীত হলে সালাম ও তার বন্ধুরা মঙ্গলে জীবিত থাকার জন্য বৃক্ষরোপণ থেকে শুরু করে অন্যসব প্রচেষ্টা চালাবেন বলেও জানান তিনি। তার সাথে মঙ্গলগ্রহে যাওয়ার জন্য আমেরিকা প্রবাসী অন্য আরেকজন ইরাকি নাগরিকও নির্বাচিত হয়েছে। এখন পর্যন্ত প্রকাশিত তালিকায় এই দুজনই হলেন অফেরতযোগ্য যাত্রার যাত্রী তালিকায় থাকা মুসলমান।