রাশিয়া ব্রিটেনের জন্য ‘বিপজ্জনক’ হয়ে উঠছে
রাশিয়া ব্রিটেনের জন্য ‘বিপজ্জনক’ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন, দেশটির সাবেক সামরিক গুপ্তচর বাহিনীর (এমআই৬) প্রধান স্যার জন সোয়ার্স। তাই ব্রিটেন ও এর জোট সমূহকে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য প্রস্তুত হতে বলেন তিনি। শনিবার বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, ৫ বছর সামরিক গুপ্তচর বাহিনীর প্রধানের পদে থাকার পর সম্প্রতি অবসরে যান জন সোয়ার্স।
বিবিসি রেডিও-৪ কে দেয়া এক সাক্ষাৎকারে জন বলেন, ‘রাশিয়া প্রত্যেক দেশের জন্য হুমকি হতে যাচ্ছে’।
তাই রাশিয়ার এই হুমকি মোকাবিলা করতে প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির আহবান জানান জন। একইসাথে রাশিয়ার সাথে ব্রিটেনের স্নায়ু যুদ্ধ কবে বন্ধ হবে, সে নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি।