লিংকডইন হ্যাক ৫০ ডলার ক্ষতিপূরণ পাবেন প্রত্যেক গ্রাহক
৩ বছর আগে লিংকডইন হ্যাকের ঘটনায় যেসব ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি হয়েছে তাদের সাড়ে ১২ লাখ মার্কিন ডলার জরিমানা দেবে প্রতিষ্ঠানটি। ২০১২ সালের জুনে হ্যাক হয় বিশ্বের বৃহত্তর প্রফেশনাল নেটওয়ার্ক সাইট লিংকডইন। চুরি হয়ে যায় ৬৫ লাখ লিংকডইন ব্যবহারকারীর পাসওয়ার্ড ও ইউজারনেম। পরবর্তী সময়ে একটি রুশ ওয়েবসাইটে প্রকাশিত হয় চুরি হওয়া ব্যবহারকারীদের ইউজারনেম ও পাসওয়ার্ড। বিষয়টি নিয়ে আদালতে যান মার্কিন ব্যবহারকারীরা। যুক্তরাষ্ট্রের একটি আদালতের দেয়া রায়ে লিংকডইনকে তার সাইটের ৮ লাখ ব্যবহারকারীকে ক্ষতিপূরণ বাবদ সাড়ে ১২ লাখ মার্কিন ডলার দেয়ার নির্দেশ দেয়া হয়। তবে, লিংকডইনের মার্কিন ব্যবহারকারীরাই শুধু ক্ষতিপূরণের অর্থ পাবেন। আর প্রত্যেক গ্রাহক সর্বোচ্চ ৫০ মার্কিন ডলার বা চার হাজার টাকা পাবেন। ওয়েবসাইট হ্যাকের ঘটনায় লিংকডইনকে দায়ী করেছেন আদালত। রায়ে আদালত বলেছেন, ব্যবহারকারীদের ইউজারনেম ও পাসওয়ার্ড সুরক্ষায় যথাযথ ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।