ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে এবার ইতালি সংসদে প্রস্তাব পাস
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে দেশটির সংসদ। এর মাধ্যমে ইসরাইলের প্রতি ইউরোপের ক্রমবর্ধমান ক্ষোভ ও হতাশাই ফুটে উঠেছে। শুক্রবার ইতালির আইনপ্রণেতারা প্রস্তাবটি পাস করেন। এতে প্রস্তাবের পক্ষে পড়ে ৩০০ ভোট আর বিপক্ষে মাত্র ৪৫ ভোট। প্রস্তাবটি উত্থাপন করে প্রধানমন্ত্রী মেটিও রেনজির ডেমোক্রেটিক পার্টি। এর আগে আয়ারল্যান্ড, ব্রিটেন ও ফ্রান্সের সংসদ একই ধরনের প্রস্তাব পাস করেছে। তবে এসব প্রস্তাব সংশ্লিষ্ট দেশের সরকারগুলোর জন্য বাধ্যতামূলক নয়। অন্যদিকে ইউরোপের প্রথম দেশ হিসেবে সুইডেন এক ধাপ এগিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকেই স্বীকৃতি দিয়েছে। এর মধ্যেই বিশ্বের উন্নয়নশীল বেশিরভাগ দেশই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বলছে, ইসরাইলের সঙ্গে আলোচনা করেই দ্বি-রাষ্ট্রিক সমাধানে পৌঁছাতে হবে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায় ফিলিস্তিন।