মাওলানা আহমাদুল্লাহ আশরাফের অবস্থা আশঙ্কাজনক
হাফেজ্জী হুজুর (রহ.) এর বড় ছেলে, খেলাফত আন্দোলনের সাবেক আমীরে শরীয়াত ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছেন। গত তিন দিন ধরে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে ঢাকার ধানমন্ডিস্থ শঙ্কর ইবনে সিনা হাসপাতালে ৫১৭ নাম্বার কেবিনে ডাক্তার প্রফেসর আব্দুল হাই এর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
খেলাফত আন্দোলনের আমীরে শরীয়াত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, দলের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান ও মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের সুস্বাস্থ্য কামনা করে দেশবাসীকে মহান আল্লাহ তা‘আলার দরবারে দোয়া করার আহবান জানান। প্রেসবিজ্ঞপ্তি।