হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল মিসরের আদালত
ফিলিস্তিনের গাজার নিয়ন্ত্রকারী হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিয়েছে পার্শ্ববর্তী দেশ মিসরের একটি আদালত। মিসরের সিনাই উপদ্বীপে সেনাবাহিনীর ওপর হামলা চালানো ইসলামপন্থীদের অস্ত্র সরবরাহের অভিযোগে শনিবার এই ঘোষণা এসেছে। সংবাদসূত্র : আল-জাজিরা
দীর্ঘদিন ধরে হামাসের সঙ্গে তিক্ত সম্পর্ক চলছে মিসর সরকারের। সেনাবাহিনীর হাতে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুরসির পতনের পর হামাসের সঙ্গে অসহযোগিতার সম্পর্কে জড়িয়ে পড়ে মিসর। গত বছর ৫০ দিন ধরে চলা গাজা-ইসরাইল সংঘর্ষের সময় তা আরো স্পষ্ট হয়।
ইসরাইল সূত্র জানায়, মিসর কর্তৃপক্ষের সতর্ক নজরদারির কারণে সংঘর্ষ চলাকালীন হামাস সিনাই থেকে একটি রকেটও গাজায় নিতে পারেনি। যুদ্ধের অনেক আগেই ইসরাইল ও মিসর গাজায় সিমেন্ট পরিবহন বন্ধ করে দেয়, যাতে হামাস সুড়ঙ্গ নির্মাণ করতে না পারে।
সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত হওয়ার কারণে সামনের দিনগুলোতে ইসরাইলের সঙ্গে কোনো সংঘর্ষে জড়িয়ে পড়লে হামাস কোণঠাসা হয়ে পড়তে পারে বলে ধারণা বিশ্লেষকদের। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন হামাসকে তাদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়ার একটি উদ্যোগ নিলেও পরে তা কার্যকর হয়নি।