মার্কেটটি বন্ধ রাখার নির্দেশ
দেবে গেছে সিটি হার্ট মার্কেট
সিলেট নগরীর সিটি হার্ট শপিং সেন্টার হঠাৎ দেবে গেছে। রোববার সকালে এ ঘটনা ঘটার পর ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দেয়। পরে সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে মার্কেটটি বন্ধ রাখার নির্দেশ দেন।
সিটি হার্টের ব্যবসায়ীরা জানান, মার্কেটের আন্ডার গ্রাউন্ডের দেয়াল ও ভিমে সকালে ফাটল দেখা দেয়। এর কিছুক্ষণ পরেই ভিম দেবে যায়। দুপুরের দিকে বিষয়টি জানাজানি হলে মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতংক দেখা দেয়। হুড়মুড়িয়ে ব্যবসায়ীরা মার্কেট ছেড়ে বের হন। খবর পেয়ে সিসিক কর্তৃপক্ষ থেকে একটি টিম মার্কেট পরিদর্শন করে। তারা মার্কেটটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন এবং মার্কেটটি বন্ধ রাখার নির্দেশ দেন।
সিটি হার্টের ব্যবসায়ী গৌরা বলেন, দুপুরে নিচ তলার দেয়ালে ফাটল দেখা দেয়। এসময় ভিম নিচের দিকে সামান্য দেবে যায়। এতে মার্কেটে আতংক ছড়িয়ে পড়ে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেন, সিটি হার্ট দেখে এসেছি। মার্কেটটি দেবে গেছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, শিগগিরই নগরীর ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।