বাঁকানো পর্দার স্মার্টফোন আনল স্যামসাং
বাজারে গ্যালাক্সি এস ৬ ও এস ৬ এজ স্মার্টফোন নামে দুইটি ফোন আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। রবিবার থেকে স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়র্ল্ড কংগ্রেস নামের ট্রেড শোতে এই ফোনের পর্দা উন্মোচন করা হয়।
নতুন মডেলের স্মার্টফোন বাজারে আনতে ধাতব কাঠামো ব্যবহার করেছে স্যামসাং।
স্যামসাং দাবি করেছে, নতুন স্মার্টফোনে রয়েছে ৫ দশমিক ১ ইঞ্চি মাপের সুপারঅ্যামোলেড স্ক্রিন যাতে বিশ্বের স্মার্টফোনের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি পিক্সেল ঘনত্ব রয়েছে।
এতে রয়েছে ৬৪ বিটের ২.১ গিগাহার্টজ অক্টা কোর এক্সিনোস ৭ প্রসেসর। এতে ডিডিআর ৩ র্যামের পরিবর্তে ডিডিআর ৪ রাম ব্যবহার করা হয়েছে। এর ফলে স্মার্টফোনের মেমোরি পারফরম্যান্স ৮০ শতাংশ বাড়বে।
স্মার্টফোনের পেছনে এফ ১.৯ অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধাসহ ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
তবে এই ফোনটির পানি প্রতিরোধী নয়, অতিরিক্ত সংরক্ষণাগার হিসেবে এতে মাইক্রোএসডি স্লট ব্যবহার করা হয়নি এবং এর ব্যাটারি পরিবর্তনের কোনো সুযোগ নেই।
নতুন মডেলের এই ফোন যুক্তরাজ্যসহ ২০টি দেশে এপ্রিলের ১০ তারিখে বিক্রি শুরু হবে।
স্মার্টফোনের আগের মডেল এস৫ বাজারে আনার পর খুব অল্প সংখ্যক বিক্রি হওয়ায় অ্যাপল ও অন্যান্য কোম্পানির চেয়ে স্যামসাংয়ের শেয়ার অনেক কমে গিয়েছে।