মিশরে বিএএসএফ’র কার্যক্রম বন্ধ
রাজনৈতিক পরিস্থিতির কারণে জার্মানভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় রাসায়নিক প্রতিষ্ঠানটি দেশটিতে তাদের উৎপাদন বন্ধের ঘোষণা দিল। দেশটির সহিংস রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার থেকে মিশরে তাদের উৎপাদন বন্ধ করা হয়েছে বলে শুক্রবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।
বিশ্বের সর্ববৃহৎ রাসায়নিক পণ্য উৎপাদক এই প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, “কর্মীদের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়। আমরা দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের সব কর্মীই ভাল আছেন। গতকাল (বৃহস্পতিবার) থেকে দেশটিতে আমাদের কার্যালয়গুলো বন্ধ রাখা হয়েছে। মিশরের কায়রো ও আলেকজান্দ্রিয়াতে বিএএসএফ’র কার্যালয় এবং সাদাত শহরের উৎপাদন কারখানায় প্রায় ১শ’ কর্মী রয়েছে। বিএএসএফ বছরে তাদের পণ্য বিক্রি করে প্রায় ৭ হাজার ২শ’ কোটি ইউরোর। এক্ষেত্রে মিশরে বিক্রির পরিমাণ সন্তোষজনক নয়।
চলতি বছরের ৩ জুলাই মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে মুরসিকে ক্ষমতায় পুনর্বহালের দাবিতে মুরসির দল মুসলিম ব্রাদারহুড আন্দোলন চালিয়ে আসছে।
এ পরিস্থিতিতে মিশর দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েছে। যার কারণে সহিংসতা চরম আকার ধারণ করেছে। ২দিন আগে মুরসি সমর্থকদের দুটি অবস্থান শিবির উচ্ছেদে নিরাপত্তা বাহিনীর অভিযানে শত শত মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।