দেশে শান্তি আসবে কবে সংসদে জানতে চাইলেন এমপি
বিএনপি জোটের হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য না পেয়ে ক্ষোভ জানিয়েছেন স্বতন্ত্র এক সংসদ সদস্য। সোমবার সংসদে পয়েণ্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুস্তম আলী ফরাজী বলেছ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেন নাই। অন্যমন্ত্রীরা কথা বলেছেন, সংসদকে রাজনৈতিক প্ল্যাটফর্ম বনিয়েছেন।কিন্তু দায়িত্ব স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। তিনি শপথ নিয়েছেন। তাকে বলতে হবে, মানুষ কবে শান্তি পাবে। তিনি কী ব্যবস্থা নিয়েছেন।
সোমবার তিনি সংসদে বলেন, কিছুদিন নাশকতা বন্ধ ছিল। গত দুই দিন আবার বাসে পেট্রোল বোমা মারা শুরু হয়েছে।
ফরাজী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বলেন, আপনার তো পুলিশ প্রটেকশন থাকে। সাধারণ মানুষের, আমাদের থাকে না।