মিসরে হামাসকে সন্ত্রাসী ঘোষণা গাজায় বিক্ষোভ

মিসরের একটি আদালত ফিলিস্তিনের রাজনৈতিক সংগঠন হামাসকে সন্ত্রাসী ঘোষণার প্রতিবাদে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মিসরের একটি আদালত শনিবার ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে এক রায় দেয়। এ ঘোষণার পর পরই গাজা শহরের বিভিন্ন রাজপথ ও শরণার্থী শিবিরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে প্রচুরসংখ্যক নারী-শিশু যোগ দেয়।
দুই মিসরীয় আইনজীবীর দায়ের করা পৃথক দুই মামলার একটিতে এ রায় দেয়া হয়। এর আগে গত জানুয়ারিতে হামাসের সশস্ত্র শাখা আল-কাশেম ব্রিগেডকে সন্ত্রাসী আখ্যা দিয়েছিলেন দেশটির একটি আদালত।
এদিকে ভিন্ন দেশের একটি রাজনৈতিক সংগঠনকে সন্ত্রাসী আখ্যা দেয়ার সমালোচনা করেছে হামাস। সংগঠনটির মুখপাত্র সামি আবু জুহরি বলেছেন, নিজেদের সংকট অন্য দেশে রফতানি করার বেপরোয়া চেষ্টা চালাচ্ছে মিসর। তিনি আরও বলেন, মিসরীয় আদালতের সিদ্ধান্ত দুঃখজনক ও সমালোচনাযুক্ত।
ফিলিস্তিনি জনগণ ও ফিলিস্তিনের প্রতিরোধকারী শক্তিকে লক্ষ্য করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button