নেলসনে বাংলাদেশি পতাকা
নিউজিল্যান্ডে বাংলাদেশ দলকে স্বাগত জানাতে এক দারুণ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল দেশটির আদিবাসী জনগোষ্ঠী মাউরি সম্প্রদায়। নেলসন শহরের সিটি কাউন্সিলের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে মাউরি শিল্পীরা তাদের সংস্কৃতির নানাদিক বাংলাদেশের খেলোয়াড়দের সামনে তুলে ধরেন এবং নানাভাবে আপ্যায়িত করেন। বাংলাদেশ দলের পক্ষ থেকেও এ সময় তাদেরকে বাংলা গান গেয়ে শোনানো হয় এবং মাউরি প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয় বাংলাদেশের জাতীয় পতাকা। -মোহাম্মদ জাহাঙ্গীর