লন্ডনে ২ দিনে ৩ হত্যাকান্ড

Crimeগত শনি ও রোববার লন্ডন নগরীতে ৩ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ইজলিংটনে সাইক্লিংয়ের সময় ছুরিকাঘাতে নিহত হয়েছেন ১৫ বছরের কিশোর। নটিংহিলে ৪০ বছরের এক পুরুষকে তার ৪ বছরের শিশুকন্যাসহ নিহত পাওয়া গেছে। তারপরেও লন্ডনের ডেপুটি মেয়র ফর পুলিসিং দাবী করছেন, লন্ডন জীবনযাপনের জন্য একটি নিরাপদ সিটি। অথচ বাস্তব চিত্র বলছে, লন্ডনের নাইফ ক্রাইমের মাত্রা ভয়াবহ আকার ধারণ করছে। চলতি বছরে লন্ডনে নাইফ ক্রাইমের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ১৩ থেকে ১৯ বছর বয়সের  ৫ কিশোর। ১৫ বছরের এলান শুক্রবার ইজলিংটনে বন্ধুদের সঙ্গে সাইক্লিংয়ে থাকা অবস্থায় ছুরিকাঘাতে হত্যা করা হয়। ২০১৫ সালের মাত্র দুই মাসে নাইফ ক্রাইমের মাত্রা গত বছরের তুলনায় ৪ শতাংশ বেড়ে গেছে।
লন্ডনে গত বছর সার্বিক হত্যাকান্ডের সংখ্যা কমে এসেছেছিলো। গত বছর এ সংখ্যা ছিলো ৯১। যা গত এক দশকের মধ্যে সবচেয়ে কম। কিন্তু নতুন বছরে ইতোমধ্যেই প্রায় ২৬ টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে লন্ডনে। গত বছর একই সময়ে এ সংখ্যা ছিলো ১৩। পুলিশ বলছে, এসব হত্যাকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট ৯০ থেকে ৯৫ শতাংশ অপরাধীকে বিচারের আওতায় আনা সম্ভব হয়েছে। কিন্তু গত শনি এবং রোববারের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। নটিংহিলে নিজের ঘরে ৪ বছরের শিশুসহ ৪০ বছর বয়সের পিতা নিহতের ঘটনায় মাত্র একজন সন্দেহভাজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button