রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশে বিনিয়োগে বড় বাধা
বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে রাজনৈতিক অস্থিতিশীলতাকে উল্লেখ করেছেন জাপানের তরুণ উদ্যোক্তারা। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নেতৃস্থানীয় দেশটির তরুণ উদ্যোক্তারা উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেছেন ঢাকায় এক অনুষ্ঠানে।
চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে মঙ্গলবার বনানীর একটি হোটেলে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) আয়োজিত এক মতবিনিময় সভায় আসেন জাপানের তরুণ উদ্যোক্তারা।
তারা বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। আশির দশকে যে দেশটি বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ছিল, সেই অবস্থা বর্তমানে ভালোভাবেই কাটিয়ে উঠছে।
সভায় জেটরোর অ্যাসিসটেন্ট রিপ্রেজেনটেটিভ ম্যারি তানাকা বলেন, “বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ কোনোদিক থেকেই পিছিয়ে নেই। তবে আমাদের পর্যবেক্ষণ, এখানে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক অস্থিতিশীলতা।”
গত ৫ জানুয়ারি থেকে সরকারবিরোধী জোটের লাগাতার অবরোধ-হরতালে বিনিয়োগ নিয়ে দেশের ব্যবসায়ীরাও উদ্বেগ জানিয়ে আসছেন।
জাপানের তরুণ উদ্যোক্তারা বাংলাদেশের দুর্বল অবকাঠামো, অদক্ষ শ্রমিক, জ্বালানি স্বল্পতার কথাও তুলে ধরেন।
তানাকা বলেন, বাংলাদেশের সঙ্গে জাপানের বাণিজ্যিক সম্পর্ক গতিশীল। বর্তমানে বাংলাদেশে ১৮৩টি জাপানি প্রতিষ্ঠান কাজ করছে।
জাপান সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘গ্লোবাল ইন্টার্নশিপ প্রোগ্রাম’ এর আওতায় মোট ২২ জন তরুণ উদ্যোক্তা গত ৬ মাস ধরে বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রামে অবস্থান করছেন।
বাংলাদেশ সম্পর্কে ধারণা নিতেই জাপান সরকার এই উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাপানি উদ্যোক্তা মামি ইদুয়ি, কেনেচি ইয়ানাদা, মাসামি শিদা, শিনোসুকে সাওয়ামুরা প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টার।