অভিজিত হত্যাকাণ্ড : ঢাকায় এফবিআই তদন্ত টীমের মিশন শুরু
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর চার সদস্যের প্রতিনিধিদল ঢাকা এসে পৌঁছেছেন।বুধবার রাতে তারা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। ঢাকায় পৌছেই এফবিআই তদন্ত টীম তাদের মিশন শুরু করেছেন।
বৃহস্পতিবার এফবিআইয়ের ওই সদস্যরা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে বেলা সাড়ে ১১টা থেকে চার ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। বৈঠকে এফবিআইয়ের চারজন ও মহানগর গোয়েন্দা পুলিশের সাতজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।বৈঠকে এফবিআইকে অভিজিৎ রায় হত্যার আলামত ও নথিপত্র দেওয়া হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম দুপুরে প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, বৃহস্পতিবার বিকাল থেকে অভিজিৎ হত্যা মামলা তদন্তে যৌথভাবে মাঠে নামবে এফবিআই ও ডিবি পুলিশ। তদন্ত টীম আজই ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে অভিজিৎ রায়কে টিএসসি এলাকায় কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর জখম হন। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিজিৎ। তিনি মুক্তমনা ব্লগ চালাতেন। এবার বইমেলায় তার দুটি বই প্রকাশিত হয়েছে।