রবিবার থেকে ফের ৭২ ঘণ্টার হরতাল
গণগ্রেপ্তার এবং ক্রসফায়ারে বিরোধী দলীয় নেতাদের হত্যার প্রতিবাদে দেশব্যাপী ফের ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দিয়ে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
বৃহস্পতিবার বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন। এতে দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি চলমান অবরোধ কর্মসূচিও অব্যাহত থাকবে বলে জানানো হয় বিবৃতিতে। ৭২ ঘণ্টার হরতাল রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে বুধবার সকাল ৬টা পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিবৃতিতে সালাহউদ্দিন আহমেদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনার একচেটিয়া ব্যবসায় ব্যর্থ হয়ে আওয়ামী লীগ এখন জঙ্গিবাদের ফেরিওয়ালা সেজেছে। প্রতারণা, ভণ্ডামি ও খুনের রাজনীতিতে বিশ্বাসী আওয়ামী লীগ জনগণের আন্দোলন নস্যাৎ করার জন্য জনগণের লাশকে পুঁজি করে টিকে থাকার ঘৃণ্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত ৬ জানুয়ারি থেকে সারাদেশে চলছে ২০ দলীয় জোটের টানা অবরোধ। এরমাঝে দফায় দফায় চলছে হরতাল।