পরীক্ষায় অসদুপায় ঠেকাতে হেলমেট!
পরীক্ষা হলে শিক্ষার্থীদের অসদুপায় ঠেকাতে এক বিশেষ ধরনের হেলমেট তৈরি করেছে থাইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়। ‘দ্য টেলিগ্রাফে’ প্রকাশিত এক আলোকচিত্রে ব্যাংককের কাজেসার্ট বিশ্ববিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষে কাগজের তৈরি এই বিশেষ ধরনের হেলমেট পরে শিক্ষার্থীদের মিডটার্ম পরীক্ষায় অংশ নিতে দেখা যায়।
কাগজের তৈরি এ হেলমেট দেখতে তেমন আহামরি না হলেও এটা অনেকটা ঘোড়ার চোখে ঠুলি পরানোর মতোই কাজ করে। এ হেলমেট পরে পরীক্ষা দিতে বসলে পরীক্ষার্থীরা এদিক-ওদিক তাকাতে পারবে না। পাশের বন্ধুর খাতা দেখে অসদুপায়ও করতে পারবে না।
একাধিক নকশায় তৈরি করা হয়েছে এ হেলমেট। একটি নকশা অনেকটা কার্ডবোর্ডের মতো। যেটা মাথায় পরলে তিন দিক থেকেই ঢাকা থাকবে পরীক্ষার্থীর অবয়ব।
ব্যাংককের একটি অনলাইন সংবাদ মাধ্যম জানায়, ছবিটি প্রথমে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইয়ের ফেসবুক পেজে আপলোড করা হয়।