তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের বৈধতা মেয়াদ শেষ
যুক্তরাজ্যে অবস্থানরত খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টটি বৈধতা হারিয়েছে বেশ কিছুদিন আগেই। ফলে তিনি এখন শরণার্থী হিসেবে দেশটিতে অবস্থান করছে বলে ঢাকা ও লন্ডনের সূত্রগুলো নিশ্চিত করেছে। আর এই কারণেই দুই মাস আগে ভাইয়ের মৃত্যুর খবর শুনেও মালয়েশিয়া যেতে পারেননি তিনি।
তারেক ২০০৮ সালের সেপ্টেম্বরে লন্ডনে যাওয়ার পর ওই বছরের ডিসেম্বরে তার পাসপোর্ট সর্বশেষ নবায়ন করেন। তার মেয়াদ ২০১৩ সালে শেষ হয়েছে।
এরপর তিনি পাসপোর্ট নবায়ন করতে কখনোই লন্ডনে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেননি বলে দূতাবাস থেকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়েছে।
লন্ডনে বাংলাদেশ হাই কমিশন সূত্র নিশ্চিত করেছে, তারেক ব্রিটিশ পাসপোর্টও পাননি।
“সম্ভবত তিনি ব্রিটিশ কোনো ডকুমেন্ট নিয়ে সেখানে রয়েছেন। আর ওই ডকুমেন্টে তাকে শরণার্থী মর্যাদা দেওয়া হয়েছে, আর তা নিয়ে তিনি অন্য দেশে যেতে পারবেন না,” বলছে ওই সূত্র।