রাষ্ট্রপতিকে হিথ্রো বিমান বন্দরে যুক্তরাজ্য আ’লীগের অভ্যর্থনা
চোঁখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্যে ৯ দিনের সফরে লন্ডনে এসে পৌঁছেছেন রাষ্ট্রপিতি মোহাম্মদ আব্দুল হামিদ। ৬মার্চ শুক্রবার লন্ডন সময় বিকেল ৪.৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরের টার্মিনাল ফোরে এসে পৌছালে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আব্দুল হান্নান, লন্ডনস্থ বাংলাদেশ মিশনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সহ-সভাপতি জালাল উদ্দিন রাষ্ট্রতিকে বিমানবন্দরে স্বাগত জানান। এর পর রাষ্ট্রতিকে নিয়ে আসা হয় পার্কলেনের হোটেল হিলটনে। হোটেল লাউঞ্জে রাষ্ট্রতিকে ফুলদিয়ে বরন করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি সামসুদ্দিন মাষ্টার সেক্রেটরি সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান।
চোঁখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীরক্ষার জন্যে এটি লন্ডনে রাষ্ট্রপতির দ্বিতীয় সফর। আগামী ১৫ মার্চ চিকিৎসা শেষে তার দেশে ফেরার কথা। রাষ্ট্রপতির সাথে তার সহধর্মিনি, ভাই ও কয়েকজন সফরসঙ্গী রয়েছেন। ৭২ বছর বয়সী রাষ্ট্রপতি আব্দুল হামিদ দীর্ঘ দিন যাবত চোঁখের সমস্যায় ভুগছেন।