ব্রিটেনের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশের রউফ উদ্দিন
ব্রিটিশ পুলিশ সম্প্রতি যুক্তরাজ্যে বসবাসরত মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ভয়ঙ্কর বিদেশি অপরাধীদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় বিশেষভাবে নাম এসেছে রউফ উদ্দিন (৩৯) নামের এক বাংলাদেশের নাগরিকের। ব্রিটিশ পুলিশের পাশাপাশি পোল্যান্ডের পুলিশও তাকে খুঁজছে। ২০০২ সালের ৩০ নভেম্বর পোল্যান্ডে ওই ব্যক্তি মালিকা সুসি (৩২) নামে এক নারীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করে।
ওই ঘটনায় পোল্যান্ডের পুলিশ অাব্দুস সালাম, অাখর উদ্দিন এবং অালম অাব্দু নামে অারও তিন ব্যক্তিকে খুঁজছে। তবে মালিকা সুসি হত্যাকাণ্ডের ঘটনায় রউফ উদ্দিনকেই তারা প্রধান অাসামি হিসেবে উল্লেখ করেছে।
রউফের পাশাপাশি ব্রিটিশ পুলিশ অন্যান্য দেশের অারও ১৬ ভয়ঙ্কর অপরাধীরও নাম ও ছবি প্রকাশ করেছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও মানবপাচারের অভিযোগ রয়েছে।
রউফ ছাড়াও তালিকায় থাকা অারেক ভয়ঙ্কর খুনি ২৭ বছর বয়সী অালেকজান্দ্রু কুকু। ২০১১ সালের ২৫ এপ্রিল একটি ক্লাবের নিরাপত্তারক্ষীকে লোহার পাইপ দিয়ে নির্মমভাবে পিটিয়ে ও পরে কুপিয়ে হত্যা করেন তিনি।
তালিকার অন্য অপরাধীরা হচ্ছেন পোল্যান্ডের নাগরিক জানুজ কেডজিওরা (২৮), ব্রিলিন্ট বুদি (২৫), কারজাইসতফ মালকোউসকি (৩৯), মানতাস জুরগসাত (২৫), প্যাত্রিক কোকোরিক (৩৩), জান হিসপানস্কি (৩৬), সিলভিউ-বোগডান ব্রুজলিয়া (২৭), মারিউসজ কুলিগা (২১), মিখাইল ওকহিককি (২৯), রোনাল্ড ওস্টভাল্ডস (২৪), অক্টাভিয়ান মিদিলিয়ানু (৫২), তোমাজ নাউমোউইজ (৩৩), তোমাজ পিয়েটা (৩১), ফিনল্যান্ডের নাগরিক অাবরি বুকপাপাজ (৩৫) ও লিথুনিয়ার নাগরিক অালগিমানতাস রিঙ্গালিয়া (৩৪)। -মিরর অনলাইন