আরব নারীরা বেশি বেতন পান পুরুষের চেয়ে
আরব নারীরা সেখানকার পুরুষদের চেয়ে বেশি বেতন পান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইসরাইলের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
তবে আরব নারীদের শতকরা ৭৫ ভাগ বেকার। এই রিপোর্ট অনুযায়ী আরব নারীদের প্রতি ঘণ্টার বেতন পুরুষের বেতনের চেয়ে শতকরা ছয় দশমিক এক ভাগ বেশি। এতে আরো বলা হয়, পুরুষের তুলনায় নারীরা শিক্ষায় বেশি সময় ব্যয় করেন। ফলে তাদের আয়ও বেশি। তবে আরব নারীদের মধ্যে বেকারত্বের হার শতকরা ৭৫ ভাগ। এদের একটি বড় অংশ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট।
কিন্তু ইসরাইলের সামগ্রিক চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে ২০১৩ সালে একজন নারীর গড় বেতন ছিল ৭,২৮০ শেকেল (ইসরাইলি মুদ্রা) বা ১,৮১৮ ডলার। অথচ একজন পুরুষের গড় বেতন ছিল ১০,৬৮৩ শেকেল বা ২,৬৬৮ ডলার। অর্থাৎ একজন পুরুষের তুলনায় একজন নারীর বেতন শতকরা ৩১ দশমিক ৯ ভাগ কম।