নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ
ইসরাইলের রাজধানী তেল আবিবে শনিবার ‘পরিবর্তনের’ দাবিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। দেশটির সাধারণ নির্বাচনের মাত্র ১০ দিন আগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
তৃণমূল সংগঠন মিলিয়ন হ্যান্ডস এই বিক্ষোভের আয়োজন করে। সংগঠনটি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তির জন্য প্রচারণা চালিয়ে আসছে।
পুলিশ জানায়, নগরীর আইজ্যাক রবিন স্কয়ারে ২৫ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করে।
সাবেক প্রধানমন্ত্রীর নামে এই স্কয়ারের নামকরণ করা হয়। ১৯৯৫ সালে একটি শান্তি মিছিল চলাকালে তিনি এই স্থানে নিহত হন।
আয়োজক ডোর বেন অ্যামি এএফপিকে বলেন, ‘যেসব ইসরাইলী নাগরিক রাজনীতিতে পরিবর্তনের দাবি করছে এবং ইসলাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি শান্তি চুক্তি চাইছে, তারাই এই বিক্ষোভের আয়োজন করেছে।’
তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এছাড়াও সরকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি।’
ইসলাইলে ১৭ মার্চ নির্বাচনের আগে এটা নেতানিয়াহু বিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল।
বেন বলেন, ‘বামপন্থী দল আবার ক্ষমতায় আসবে বলে আমরা আশা করছি।’
জনমত জরিপে নেতানিয়াহুর লিকুদ পার্টি ও জিউনিস্ট ইউনিয়ন কাছাকাছি অবস্থানে রয়েছে।