ব্রিটিশ পার্লামেন্টের ছাদে যুবকের পায়চারি ! (ভিডিও)
মতিয়ার চৌধুরী: শনিবার লন্ডন সময় রাত ৯ টা ১৫ মিনিট। চারিদিকে কড়া নিরাপত্তা। এরই মধ্যে দেখা গেল ব্রিটিশ পার্লামেন্টের ছাদে পায়চারি করছেন ২৩ বছর বয়সী এক যুবক। দৃশ্যটি দেখে সবাই এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলেন। শেষমেশ পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। পার্লামেন্টের ছাদে কয়েক ঘণ্টা কাটানোর পর পুলিশ এসে তাকে অবৈধভাবে পার্লামেন্টের ছাদে ওঠার অভিযোগে গ্রেফতার করে নিয়ে যায়। স্কটল্যান্ড ইয়ার্ড জানায়, ঘটনাটি সবার নজরে আসার পর পুলিশ, দমকল কর্মী ও অ্যাম্বুলেন্স নিয়ে একটি দল ঘটনাস্থলে ছুটে যায়। তবে ওই লোকটি কেন ছাদে উঠেছিল তা এখনই বলা যাচ্ছে না। বিভিন্ন সময় আন্দোলনকারীদের টার্গেটে পরিণত হয়েছে এই ছাদ।
হিথ্রোতে তৃতীয় বিমানবন্দর ও গ্রিনপিসের আন্দোলনকারীরা লক্ষ্যবস্তু হিসেবে পার্লামেন্টের ছাদ বেছে নিয়েছিল। তবে শনিবার দিবাগত রাতে গ্রেফতার করা লোকটি বিক্ষোভকারী কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিবিসি’র খবরে বলা হয়েছে, যুবকটি ধূসর রঙের জাম্পার ও কালো ট্রাউজার পরা ছিলেন এবং তার হাতদুটো ট্রাউজারের পকেটে ঢোকানো ছিল। তিনি আপনমনে পায়চারি করছিলেন এবং সামনের দিকে তাকিয়ে ছিলেন।