যুক্তরাষ্ট্রে এক ঘণ্টা এগোল ঘড়ির কাঁটা
দিনের আলো কাজে লাগানোর জন্য প্রতি বছরের মতো এবারও যুক্তরাষ্ট্রে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালেন্ডারে রোববার শুরু হওয়ার পর রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেওয়া হয়েছে ৩টায়।
অ্যারিজোনা, হাওয়াই, আমেরিকান সামুয়া গুয়াম ও ভার্জিন আইল্যান্ড ছাড়া যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঞ্চলে কার্যকর হয়েছে এই ‘ডে লাইট সেভিং’ টাইম।
নভেম্বরের প্রথম রোববার দিনের শুরুতেই আবার স্থানীয় মান সময়ে ফিরিয়ে আনা হবে ঘড়ির কাঁটা। সেদিন রাত ২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে নিয়ে আসা হবে ১টায়।