ব্রিটিশ পার্লামেন্টের সামনে পরিবেশবাদীদের বিক্ষোভ
ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে শনিবার পরিবেশবাদীরা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছে। দেশটির পার্লামেন্ট নির্বাচনের ঠিক দুই মাস আগে এই বিক্ষোভটির আয়োজন করা হলো।
ভিবিয়ান ওয়েস্টউড নামে এক বিক্ষোভকারী বলেন, এটা গোটা বিশ্বের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার বিশ্বাস।
তিনি আরো বলেন, আমরা অবশ্যই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।
বিক্ষোভে গ্রিন পার্টির একমাত্র আইনপ্রণেতা ক্যারোলিন লুকাস বক্তব্য রাখেন। তিনি বলেন, কোনো ধরনের প্রযুক্তি ও অর্থের অভাব নেই, শুধু রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে।
ব্রিটেনে ৭ মে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনমত জরিপে দেখা গেছে, এতে ঝুলন্ত পার্লামেন্ট সৃষ্টি হতে পারে।