ব্রিটেনে ইসরাইলের বিজ্ঞাপন নিষিদ্ধ
ব্রিটেনের দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত ইসরাইলের পর্যটন সংক্রান্ত বিজ্ঞাপন নিষিদ্ধ ঘোষণা করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। গত সপ্তাহে প্রকাশিত ‘সৃষ্টির স্বর্গভূমি ইসরাইল’ শীর্ষক ওই পর্যটন বিজ্ঞাপনে ইসরাইল ফিলিস্তিন অধ্যুষিত প্রাচীন জেরুযালেমকে তার অংশ হিসেবে উল্লেখ করে এবং জেরুযালেমের ছবির নীচে ‘সম্পূর্ণভাবে ইসরাইলের’ বলে প্রচারণা চালায়। এতে বিতর্কের সৃষ্টি হওয়ায় ব্রিটিশ সরকার বিজ্ঞাপনটির প্রচার নিষিদ্ধ করে দেয়।
ব্রিটেনের বিজ্ঞাপন সংক্রান্ত পরিদর্শক কমিটি দি অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস অথরিটি-এএসএ বলেছে, বিজ্ঞাপনটির পরিবেশনা পাঠকদের এই ভ্রান্ত ধারণা দেবে যে, জেরুযালেম ইসরাইলের অংশ ছিল। এতে করে তারা ভুল সিদ্ধান্তে উপনিত হবে। তবে ইসরাইল এএসএকে তার সাফাইয়ে বলেছে, ইসরাইল থেকে জেরুজালেমে যাত্রা সহজতর এমনটা বোঝাতেই নাকি তারা এভাবে বিজ্ঞাপন দিয়েছে। ওয়াশিংটন পোস্ট।