অভিযোগের কাঠগড়ায় ইংল্যান্ড দল

Playবাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। পুরো ইংল্যান্ড জুড়ে শোকের মাতম। তবে মরগ্যান শিবিরকে সহজে ছাড়ছে না সাবেক  ইংলিশ ক্রিকেটাররা। বলতে গেলে ধুয়েই দিচ্ছেন তারা। চলছে মরগ্যানদের ব্যবচ্ছেদ পর্ব। অনেকে ইংলিশ দলের কঠোর সমালোচনা করার পাশাপাশি মরগ্যানদের নিয়ে হাসি-ঠাট্টাও করছেন। আবার কেউ কেউ ইংল্যান্ডের বিদায়ে ‘বিস্মিত’ না হয়ে বরং বাংলাদেশকে ‘সাধুবাদ’ জানিয়েছেন।
ইয়ান বোথাম: সাবেক ইংলিশ অধিনায়ক ইয়ান বোথাম ইংল্যান্ড জাতীয় দলের সমালোচনা করার পাশাপাশি বাংলাদেশকে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ অসাধারণ খেলেছে। ইংল্যান্ডকে দেখে খুব করুণ ও বিধ্বস্ত মনে হচ্ছে।’ নির্বাচকদের সমালোচনা করে তিনি বলেন, ‘সময় এসেছে পরিবর্তেনের।’
পিটারসেন: টিম ম্যানেজমেন্টর সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ইংলিশ দল থেকে নির্বাসিত কেভিন পিটারসেন বলেন, ‘আমি এটি সত্যিই বিশ্বাস করতে পারছি না। কিন্তু বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। জয়টি তাদের প্রাপ্য ছিল।’ তিনি আরো বলেন, ‘বিশ্বকাপে ভালো করার জন্য আমরা অ্যাশেজ সূচিতেও পরিবর্তন এনেছি। তারপরও আমাদের দলের এই করুণ অবস্থা।’
মাইকেল ভন: আরেক সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন মরগ্যানদের নিয়ে ঠাট্টাচ্ছলে বলেন, ‘চিন্তা করো না, আমি নিশ্চিত, এই পরাজয় থেকে ইতিবাচক কিছু আসবে তোমাদের জন্য। আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।’
শেন ওয়ার্ন: সাবেক অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়ার্ন ইংল্যান্ডের এই করুণ দশার জন্য টিম ম্যানেজমেন্ট ও দলের ‍ভুল কৌশলকে দায়ী করেছেন। তবে বাংলাদেশকে প্রাপ্য কৃতিত্বটুকু দিতেও ভুল করেননি অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই ‍কিংবদন্তী স্পিনার। শেন ওয়ার্ন বলেন, ‘ইংল্যান্ড দল গঠনে ভুল করেছে এবং তাদের খেলার স্টাইলেও ভুল ধরা পড়েছে, যেটা সবাই দেখেছে। আজকের ফলাফলে হতাশ হওয়ার কিছুই দেখছি না আমি, বরং এটি অনুমিতই ছিল। তবে অধিনায়ক মরগান ও কোচ পিটার মুরসের জন্য দুঃখ লাগছে।’ বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে ওয়ার্ন বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন। বাংলাদেশ যা করে দেখিয়েছে তা এককথায় অসাধারণ। তাদের জন্য শুভ কামনা রইল।’
ব্রায়ান লারা: দয়া করে ইংল্যান্ডকে আরও ভালোভাবে বিদায় জানানো হোক!! অসাধারণ খেলেছে বাংলাদেশ।’
ম্যাথু হগার্ড: সাবেক ইংলিশ পেসার ম্যাথু হগার্ড হতাশ কণ্ঠে বলেন, হায় ইংল্যান্ড!! এটা কী হলো?’
অ্যালান ল্যাম্ব: সাবেক ইংলিশ তারকা হতাশা প্রকাশ করে বলেন, ‘ভুল একাদশ নিয়ে বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে গেলে তো এমন বাজে ফলাফলই হবে। অত্যন্ত হতাশাজনক পারফরমেন্স। কিছু বলার ভাষা নেই।’
টম মুডি: সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও কোচ টম মুডি ইংল্যান্ডকে নিয়ে হতাশা প্রকাশ না করে বরং বাংলাদেশকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন। মুডি বলেন, ‘বাংলাদেশের টাইগারদের অভিনন্দন। তারা কঠিন লড়াই করেছে এবং চাপকে পেছনে ফেলে জয় ছিনিয়ে নিয়েছে। যোগ্য দল হিসেবে তারা জয়টি পেয়েছে।’
মিশেল স্টার্ক: চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পেসার মিশেল স্টার্ক ইংল্যান্ডের বিদায় নিয়ে হতাশা প্রকাশ না করে বরং বাংলাদেশকে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ দারুণ খেলেছে। তাদের জন্য শুভ কামনা রইল।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button