বাংলাদেশ ছেড়ে গেছেন উ. কোরীয় সেই কূটনীতিক
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেয়া ৭২ ঘণ্টার আগেই বাংলাদেশ ছেড়ে গেছেন উত্তর কোরিয়ার সেই কূটনীতিক। সোমবার রাতে কূটনীতিক সন ইয়াং ন্যাম ঢাকা ত্যাগ করেন বলে সংশিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে।
গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরার পর ২৭ কেজি সোনাসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়েছিল। তবে ভিয়েনা কনভেনশন, ১৯৬১-এর আওতায় দূতাবাস পরে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।
এরপর গত রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে উত্তর কোরীয় সরকারের প্রতি অনুরোধ জানায়।
এরপরই উত্তর কোরীয় সরকার তাদের কূটনীতিককে বাংলাদেশ ছাড়ার নির্দেশ দেয়। নির্দেশ মোতাবেক ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই তিনি বাংলাদেশ ছেড়ে গেছেন।