বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে
২১০০ সাল। বাংলাদেশ একটি উন্নত দেশ। দেশে এখন আর কেউ না খেয়ে থাকে না। উপরন্তু মাথাপিছু আয় বিশ হাজার মার্কিন ডলার। প্রতিটি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়। শিক্ষার হার ৯৫%। অনেক উন্নত দেশ থেকে শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে বাংলাদেশে পড়তে আসে।
ঢাকার রাস্তায় যানযট নেই। পৃথিবীর পরিকল্পিত নগরীর অন্যতম একটি। পৃথিবীর সবচেয়ে পরিছন্ন নগরীর মধ্যে ঢাকা পঞ্চম। এখন আর বাংলাদেশে হরতাল-অবরোধ হয় না। বাংলাদেশে রাস্তাঘাটগুলোতে আর ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায় না।
বাংলাদেশের জনসংখ্যা প্রায় প্রায় ৪০ কোটি। কিন্তু সেদিন ৯৫% শিক্ষিত মানুষের দেশে ৫% সুশিক্ষত মানুষ খুঁজে পাওয়া যাবে না। রাস্তাঘাট সব পরিছন্ন থাকবে আর সেই ময়লাগুলো ডাস্টবিনে না গিয়ে মানুষের মনে জমা হবে। সেই দিন রাস্তাঘাটে অবরোধ থাকবে না, যানযট থাকবে না, অ্যাম্বুলেন্সের প্রাচুর্যতা থাকবে কিন্তু রোগী বহনকারী ড্রাইভার খুঁজে পাওয়া যাবে না।
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। সরি, বাংলাদেশ পেছাচ্ছে না; আমাদের নৈতিকতা, মনুষ্যত্ব, সুশিক্ষা সব আধুনিক পুঁজিবাদি শিক্ষার কাছে মার খাচ্ছে।
আধুনিক শিক্ষা আমাদের পুঁজিবাদি হতে শেখাচ্ছে, নৈতিকতা শেখাচ্ছে না। আর আমরা নিজেরাই একদিন এই পুঁজিবাদি শিক্ষার অনেক বড় শিকার হব। সেই দ্বাবিংশ শতাব্দী (২১০০ সাল) আর বেশি দূরে নয়।