আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের জয়
অস্ট্রেলিয়ার এডিলেডে বাংলাদেশ-ইংল্যান্ড খেলায় ১৫ রানে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রাও সাঙ্গ হয়ে গেল। আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।
বিবিসি বিশেষ গুরুত্ব দিয়ে তাদের শিরোনামে বলেছে, ‘ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বের করে দিল বাংলাদেশ।’
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাথে হেরে গ্রুপ পর্বেই বিশ্বকাপ ক্রিকেট থেকে ছিটকে গেল ইংল্যান্ড। হারের পরও কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান পিটার মুরস।’
টাইমস অব ইন্ডিয়া ব্রেকিং নিউজ দিয়ে শিরোনাম করেছে, ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে বিদায় দিয়ে ভারতের সাথে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালের পথে বাংলাদেশ। জয়ের উৎসবে ভাসছে বাংলাদেশ, শিরোনামেও পৃথক খবর দিয়েছে ভারতের এই সংবাদমাধ্যম। কোয়ার্টার ফাইনালে ভারতের সাথে মুখোমুখি হওয়ার অনুমান করে একই শিরোনামে খবর দিয়েছে এনডিটিভি।