যুক্তরাষ্ট্র বাংলাদেশ মুক্ত-আকাশ বিমান চলাচল চুক্তি হচ্ছে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মুক্ত আকাশ বিমান চলাচল চুক্তি করতে যাচ্ছে। গত ১৫ আগস্ট ওয়াশিংটনে এই দুই দেশের প্রতিনিধি দল এ বিষয়ে সম্মত হয়। শিগগির এ চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র বলেন, এই চুক্তির মাধ্যমে বিমান চলাচলে দ্বিপাক্ষিক উদারনীতিক সম্পর্ক আরও জোরদার হবে বলেই মনে করছে যুক্তরাষ্ট্র সরকার। দ্বিপাক্ষিক মুক্ত-আকাশ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এর কার্যকারিতা শুরু হবে।মুক্ত আকাশ চুক্তি উভয় দেশের সীমারেখার মধ্যে নিজস্ব এয়ারলাইন্সগুলোর বিমান চলাচল অনুমোদন দেবে। এছাড়াও কতগুলো বিমান চলবে, কোন ধরনের এয়ারক্রাফট চলাচল করতে পারবে, এবং তার জন্য কতটা অর্থ পরিশোধ করতে হবে এগুলো নির্ধারণ হবে এই চুক্তির মাধ্যমে।মুখপাত্র বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পরিবহণ ও বাণিজ্য খাতে আরও অন্তরঙ্গ সম্পর্ক স্থাপিত হবে । এর মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক অংশিদারীত্ব জোরদার হবে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, মুক্ত আকাশ চুক্তি আমাদের দুই দেশের মধ্যে আরও শক্তিশালী বাণিজ্য, পর্যটন এবং মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধি করবে। বিমান চলাচলের নিরাপত্তায় দুই দেশের অঙ্গীকার পূরণও সহজ হবে এই চুক্তির মাধ্যমে।উল্লেখ্য বিশ্বের ১০০টিরও বেশি দেশের সঙ্গে মুক্ত আকাশ চুক্তি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র।