সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হচ্ছে ব্রিটিশ সেনা সংখ্যা
বাজেট কাটের কারনে আড়াইশ বছরের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হচ্ছে ব্রিটিশ সেনা সংখ্যা। সরকারের অর্থনৈতিক কৃচ্ছ্রতাসাধনের অংশ হিসেবে আগামী চার বছরের মধ্যে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হতে পারে বলে প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়। আর ফলে সেনাবাহিনীর সদস্য সংখ্যা কমে ৫০ হাজারে গিয়ে দাঁড়াবে। রয়েল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে সরকার কাটছাঁট করে ১ লাখ ২ হাজার থেকে সৈন্য সংখ্যা কমিয়ে ৮২ হাজারে নামিয়ে নিয়ে এসেছে।
শিগগিরই সরকার এখান থেকে আরও ৩০ হাজার সেনাকে চাকরিচ্যুত করার পরিকল্পনা করছে। প্রতিবেদনে আরো বলা হয়, প্রতিরক্ষা খাতের বাজেটের বিষয়ে কোন রাজনৈতিক দলের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি না থাকায় অব্যাহত অর্থনৈতিক কৃচ্ছ্রতাসাধন কর্মসূচির অংশ হিসেবে নির্বাচনের পরপরই এ কাটছাঁট শুরু হবে। জাতীয় নিরাপত্তা নীতি বিষয়ক সংসদীয় যৌথকমিটির বিশেষ উপদেষ্টা ও প্রতিবেদনের লেখক ম্যালকম চ্যামারস বলেন, কৃচ্ছ্রতা কর্মসূচি থেকে প্রতিরক্ষা খাতকে ছাড় দিলে কৌশলগত নিরাপত্তা ঝুঁকির মাত্রা বাড়বে সে বিষয়ে সরকার এখনও সন্তুষ্ট নয়।