বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি

মার্কিন সিনেটরের হন্তক্ষেপ কামনা যুক্তরাষ্ট্র বিএনপির

USমার্কিন সিনেটর ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী বার্নি সেন্ডারর্সকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের নেতৃবৃন্দ।
স্থানীয় সময় সোমবার দুপুরে ওয়াশিংটন ডিসিতে সিনেটর বার্নি সেন্ডারসের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপি নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তার হস্তক্ষেপ কামনা করেন।
ডেমোক্রেট ককাসের সঙ্গে সম্পৃক্ত ভারমন্ট রাজ্যের স্বতন্ত্র সিনেটর বার্নি সেন্ডারসের সৌজন্যে ওয়াশিংটন ন্যাশনাল প্রেসক্লাব বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করে।
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে বার্নি সেন্ডারস প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন কীনা এমন জিজ্ঞাসা ছিল সাংবাদকিদের।
অনুষ্ঠানে তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
মধ্যাহ্নভোজ শেষে সিনেটর বার্নি সেন্ডারসের সঙ্গে একান্তে মিলিত হন যুক্তরাষ্ট্র বিএনপির একাংশের নেতা শরাফত হোসেন বাবু।
এছাড়া তার সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সফররত সাংবাদিক মুশফিক ফজল আনসারি, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা জসীম উদ্দিন ভুইয়া, শিকাগো বিএনপির কনভেনর ও জিয়াউর রহমান ওয়ের প্রধান উদ্যোক্তা শাহ মোজাম্মেল নান্টু, ওয়াশিংটন বিএনপির যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ ও সৈয়দ বাহারুজ্জামান প্রমুখ।
সিনেটর বার্নি সেন্ডারসকে বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, বাংলাদেশের বর্তমান সরকার বিচারবহির্ভুত হত্যা, গুম, গ্রেপ্তার, নির্যাতন এবং মানবতাবিরোধী তৎপরতা চালাচ্ছে। এসব তৎপরতা বন্ধের জন্যে বিএনপি নেতৃবৃন্দ তার হস্তক্ষেপ কামনা করেন।
সম্প্রতি ১১ জন সিনেটর বাংলাদেশ সরকারকে যে চিঠি দিয়েছেন সে ব্যাপারেও যেন তার পক্ষ থেকে ভূমিকা নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়।
মধ্যাহ্নভোজে বিএনপি নেতৃবৃন্দ ন্যাশনাল প্রেসক্লাবের প্রেসিডেন্ট জন হাগিসের সঙ্গেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়ার স্বাধীনতাকে অব্যাহত রাখতে ওয়াশিংটন ন্যাশনাল প্রেসক্লাবের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণের জন্যে অনুরোধ জানন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button