সুখী সম্পর্কের মন্ত্র

যুগের পর যুগ ভালো যোগাযোগকেই মানা হয়েছে সুখী দাম্প্যতের মন্ত্র হিসেবে। কিন্তু সর্বশেষ গবেষণায় দেখা গেছে, আরও অনেক বিষয়ই দাম্প্যত্য জীবনকে সুখী রাখার ক্ষেত্রে কাজ করে। যখন আপনি আপনার চাওয়া পাওয়া ইতিবাচকভাবে সঙ্গীর কাছে উপস্থাপণ করবেন তাও একটি সুখী সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করবে। ২২০১ জন ব্যক্তির ওপর ইন্টারনেট ভিত্তিক একটি জরিপ পরিচালিত হয়েছে সাতটি মূল বিষয়কে ধরে। এসব বিষয় সুখী দাম্পত্যের ক্ষেত্রে কাজ করে কি না তা জানতে চাওয়া হয়েছিল তাদের কাছে। অংশগ্রহণকারীদের কাছে যৌন সম্পর্ক, রোমান্স, স্ট্রেস ম্যানেজমেন্ট, সঙ্গীর জ্ঞান, জীবনে দক্ষতা প্রভৃতি বিষয়ে জানতে চাওয়া হয়। এটা বিস্ময়কর নয় যে, বেশিরভাগই বলেছেন ব্যক্তিগত যোগাযোগই তাদের সম্পর্ক দৃঢ় করতে মূল ভূমিকা রেখেছে। কিন্তু পরের দু’টি বিষয় বিস্ময়কর। জরিপের ফলে দেখা যায়, সঙ্গীর জ্ঞান এবং জীবনে দক্ষতা সম্পর্ককে সুখী রাখতে মূল ভূমিকা রাখে। সুখী দাম্পত্য বিষয়ক পরামর্শকরা অবশ্য এ বিষয় দু’টির প্রতি খুব কমই নজর দিয়েছিলেন। তারা বলেছিলেন, সম্পর্কে ভাঙন রোধ এবং জোরদারের একমাত্র উপায় ভালো যোগাযোগ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button