ইসরাইলি আগ্রাসনে গাজায় ৩৪ হাজার নারী উদ্বাস্তু
ফিলিস্তিনের গাজায় গত বছরের ইসরাইলি আগ্রাসনে ৩৪ হাজার ৬৯৭ জন নারী বাড়িঘর হারিয়ে এখন উদ্বাস্তুর মতো জীবন যাপন করছেন। তাছাড়া ৭৯১ জন নারী হয়েছেন বিধবা। ফিলিস্তিনের একটি বেসরকারি সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। সংস্থাটি আরও জানিয়েছে, ৫১ দিনের ওই আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ২৯৩ জন নারী। তাছাড়া, ইসরাইলি বাহিনী ২ হাজার ৬০৪টি বাড়ি বিধ্বস্ত করেছে, যেগুলোর মালিক ছিলেন ফিলিস্তিনি নারীরা। গোলা ও বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ৬০০ জন গর্ভবতী নারীর গর্ভপাত ঘটাতে হয়েছে। উল্লেখ্য, ইসরাইলি ওই আগ্রাসনে দুই হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হন। আহত হন আরও কয়েক হাজার। বেসরকারি ওই সংস্থাটি বাড়ি হারা এসব নারীকে সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।