গাছের সাথে বেঁধে রাখা হলো অভিনেতা মোশারফ ও হাসানকে
অভিনেতা মোশারফ করিম এমন কোন চরিত্র নেই যাতে তিনি অভিনয় করেননি। ভাল খারাপ চোর নানান চরিত্রে তিনি একের পর এক অভিনয় করে গেছেন। তাইতো দর্শকের কাছে মোশারফ করিম অন্যরকম। এবার তিনি চোরের চরিত্র নিয়ে হাজির হচ্ছেন সাথে আখম হাসানকে নিয়ে। গল্পটি এভাবে এগিয়ে যায়-
একদিন চুরি করতে গিয়ে পরিচয় হয় দুই চোর করিম ও হাসানের। বিছানায় ঘুমন্ত নারীর কানের দুলটি নিতে গিয়ে করিম টের পায় সে মৃত। এরই মধ্যে ওই নারীর স্বামী ও শাশুড়ি চিৎকার চেঁচামেচি শুরু করলে গ্রামের মানুষ এসে দুই চোরকে ধরে ফেলে।
সবার ধারণা চোরেরাই ওই নারীকে মেরে ফেলেছে। সকালবেলা পুলিশ চলে আসে এবং জানতে চায় কে খুন করেছে? হাসান চিন্তা করে তার কেউ নেই, তাই সে মরলে কিছু যায় আসে না। করিমের অন্তত একটা বউ আছে। তাই সে পুলিশের কাছে বলে যে সে নিজেই খুন করেছে। এরপর ঘটে আরও কিছু ঘটনা।
এমনই গল্প নিয়ে এগিয়ে যায় নাটক ‘তখনো সূর্য ডোবেনি’। এটি প্রচারিত হবে শুক্রবার সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশন।
নাটকটি পরিচালনা করেন বিশিষ্ট চলচ্চিত্র এবং নাট্য নির্মাতা শাহ মোহাম্মদ সংগ্রাম এবং চিত্রনাট্য তৈরি করেছেন জাকির হোসেন উজ্জ্বল।