ব্রিটেনে হালাল মাংস থাকবেই এতে কোন সন্দেহ নেই : ক্যামেরন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সম্প্রতি হালাল মাংস নিয়ে সৃষ্ট জটিলতাকে উড়িয়ে দিয়ে বলেছেন, ব্রিটেনে হালাল মাংস থাকবেই এতে কোন সন্দেহ নেই। এতে বিভ্রান্ত না হতে মুসলিম কমিউনিটির প্রতি আহবান জানান।
বুধবার বার্মিংহামে প্রথমবারের মতো অনুষ্টিত ব্রিটিশ বাংলাদেশী বিজনেস এ্যওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি তার বক্তব্যে এ কথাগুলি বলেন। এসময় তিনি ব্রিটেনের অর্থনীতিতে বাংলাদেশী কমিউনিটির অবদানের কথা স্বীকার করে বলেন, এখানকার কয়েক লক্ষ বাংলাদেশী সরাসরী এ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছেন। তিনি ব্রিটিশ বাংলাদেশীদের আরো ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত হবার আহবান জানিয়ে বলেন, ব্রিটেনে আগামী দিনে বৃটিশ বাংলাদেশীদের মধ্য থেকে প্রধান মন্ত্রী নির্বাচিত হবেন। এছাড়া সম্প্রতি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল ইংল্যান্ডকে পরাজিত করায় তাদের কোন দূ:খ নেই উল্লেখ করে ক্যামেরন বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানান। তিনি বৃটিশ বাংলাদেশী বিজনেস এ্যাওয়ার্ড এরমতো আয়োজন এদেশে বেড়ে উঠা আগামী প্রজন্মকে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন।