সুস্থ হয়ে মাদ্রাসায় ফিরেছেন আল্লামা শফী
সুস্থ হয়ে নিজ পরিচালিত দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় ফিরেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। মাদ্রাসায় ফিরে তিনি তার প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে পাঠদান করেছেন।
হেফাজত আমীরের পুত্র মাওলানা আনাস আল মাদানী সাংবাদিকদের জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত বুধবার রাতে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি মাদ্রাসায় পাঠদান করেছেন। আল্লাহর রহমতে আমির এখন অনেকটা আশংকামুক্ত। বর্তমানে তাকে স্বাভাবিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ৮টার দিকে হেফাজত আমির হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সিএসসিআরে ভর্তি করানো হয়। সেখানে তাকে (আমির) জেনারেল কেবিনে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইবরাহীম এবং নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. হাসানুজ্জামানে তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ওই সময় চিকিৎসকের পরামর্শ মোতাবেক আমিরের মাথার সিটি স্ক্যান করানোর পাশাপাশি বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।