হামাস একটি প্রতিরোধ আন্দোলন, সন্ত্রাসী দল নয় : কাতার
হামাস একটি প্রতিরোধ আন্দোলন এবং তারা কোনো সন্ত্রাসী দল নয়। আর্ন্তজাতিক সম্পর্কের দায়িত্বপ্রাপ্ত কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি আল আরব পত্রিকাকে একথা বলেন।
তিনি আরও বলেন, তার দেশ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে খোলা দরজা নীতি গ্রহণ করেছে।
শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন, ‘একটি অধিকৃত দেশে প্রতিরোধ বাহিনী হিসেবে হামাস তার অধিকারের চর্চা করছে। সন্ত্রাসীদের কার্যক্রম থেকে হামাসের কার্যক্রম সম্পূর্ণভাবে আলাদা।’
তিনি উল্লেখ করেন যে, হামাস ফিলিস্তিনি মানুষের থেকেই আসে, যারা ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার। কেবলমাত্র হামাসের বিষয় নয়, কাতার সাধারণত সব পক্ষের সাথেই খোলা দরজা নীতি গ্রহণ করেছে।’
মন্ত্রী বলেন, কাতার সমগ্র অঞ্চলে শান্তি ও নিরাপত্তা অর্জনে আগ্রহী, যার কারণে তারা সবসময় বিশ্বাসযোগ্য মধ্যস্ততাকারী ভূমিকা পালন করে থাকেন।
তিনি ইঙ্গিত করে বলেন, ‘আমরা হামাস ও অন্যান্য দেশের রাজনৈতিক আন্দোলনের প্রতিনিধিদেরকে আমন্ত্রণ জনিয়েছি যা মধ্যস্ততাকারী হিসেবে কাতারের ভূমিকা শক্তিশালী করেছে।’