ইসলামী শিক্ষা ব্যবস্থাই শান্তি, মুক্তি ও কল্যাণের গ্যারান্টি দিচ্ছে
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী বলেছেন, দুনিয়ার মানুষ শান্তি ও মুক্তির জন্য নানা মত ও পথের অনুসরণ করছে। কোরআন ও হাদীসের অনুসরণ ব্যতিরেখে প্রকৃত শান্তি খুঁজে পাওয়া যাবেনা। ইসলামই একমাত্র ধর্ম যেখানে রয়েছে মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামী শিক্ষা আল্লাহ প্রদত্ত একমাত্র শিক্ষাব্যবস্থা। এর ভিত্তিতে মানুষের জীবন ও কর্ম পরিচালনার উৎকৃষ্ট পন্থা রয়েছে। বৃটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার কুফল এ দেশের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। এর ফলে সমাজে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়লেও দূর্নীতি, অপরাধ প্রবণতা ও অনৈতিকতা বৃদ্ধি পাচ্ছে। বস্তুত মানুষের মস্তিস্ক প্রসূত কোনো শিক্ষার মাধ্যমে মানবতার সকল সমস্যার সমাধান সম্ভব নয়। এ কারণে আজকের দুনিয়ায় ইসলামী শিক্ষা ব্যবস্থাই শান্তি, মুক্তি ও কল্যাণের গ্যারান্টি দিচ্ছে।
আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী গতকাল ১৩ মার্চ শুক্রবার রাতে দক্ষিণ কুশিঘাট এলাকাবাসীর উদ্যোগে ৮ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দক্ষিণ কুশিঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাজী মখলিছুর রহমান এর সভাপতিত্বে ও মাওলানা ফয়েজ আহমদ শাহরুক এর পরিচালনায় তাফসীরুল কুরআন মাহফিলে তাফসীর পেশ করেন মাওলানা সাঈদুর রহমান সাহেবজাদায়ে বরুনী, জকিগঞ্জের লামারগ্রাম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবু হাসান, লন্ডন আল মাদানী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মজির উদ্দিন ক্বাসেমী, মৌলভীবাজার জামিয়া মাদানিযা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল বারী জালালনগরী, মুফতি মাশহুদুর রহমান শরীফ সাহেবজাদায়ে ভেড়াখালী, মাওলানা আব্দুল কাদির বেলাল ছাতকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুশিঘাট জামে মসজিদের মুতাওয়াল্লী মবু মিয়া, জহির উদ্দিন কুনু মিয়া, সিরাজুল ইসলাম, আব্দুস সাত্তার, মসজিদ কমিটির সদস্য, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, রুহেল আমিন, সুহেল আহমদ, জাবেদ আহমদ, এমরান আহমদ, ২৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি গুলজার আহমদ জগলু, রানা মিয়া, তালাল আহমদ, এপলু মিয়া, রাজন আহমদ, রুহুলে আহমদ, পানআন আহমদ, মাহবুবুল আহমদ মজনু, বদরুল আলম, মামুন আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি