মিয়ানমারে ফেরি দুর্ঘটনায় প্রায় ‘অর্ধশত’ নিহত

শুক্রবার মিয়ানমারের উত্তরপশ্চিমাঞ্চলে দুই শতাধিক যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। যাত্রীদের অধিকাংশকে উদ্ধার করা সম্ভব হলেও প্রাথমিকভাবে ২১ জনকে বাঁচানো যায়নি বলে জানানো হয়েছে।
তবে মৃতের মোট সংখ্যা অর্ধশত হতে পারে বলেও সরকারি ‍সূত্র জানিয়েছে।
জানা যায়, রাষ্ট্রীয় মালিকানাধীন অং তাগুন ৩ নামের ফেরিটি উপকূলবর্তী শহর তাউনগোক ছেড়ে সিতবের দিকে যাচ্ছিল। পথে ঝোড়ো বাতাস ও বড় ঢেউয়ের মুখোমুখি হয়ে ফেরিটি ডুবে যায়।
অং তাগুন ৩-এ মোট যাত্রী সংখ্যা ছিল ২১৪। ১৬৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ২১ জনের মৃতদেহ উত্তোলিত হয়েছে। ২৬ যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। সরকারের মুখপাত্র উইন মিয়াইং গণমাধ্যমকে এ তথ্য জানান।
জানা যায় রাখাইন অধ্যূষিত মেইবন এলাকার নিকট দিয়ে যাত্রা কালে শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। রাতে দুর্ঘটনার কারণে উদ্ধার তৎপরতা জোরদার হতে পারেনি। শনিবার সকালে গণমাধ্যমগুলো এ বিষয়ে অবগত হয়।
সরকারি মুখপাত্র জানান, ফেরিটি তাউনগোক ছাড়ার পরপরই বৃষ্টিপাত শুরু হয়, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে।
নিখোঁজ যাত্রীরা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন বলে আশঙ্কা করছেন উইন মিয়াইং। তাদের মৃত্যু নিশ্চিত হলে নিহতের সংখ্যা প্রায় অর্ধশত স্পর্শ করবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button