গ্রীনস্ট্রীটে এশিয়ান মালিকানাধীন বৃহত্তম শপিং সেন্টারের উদ্বোধন
অত্যান্ত জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পূর্ব লন্ডনের গ্রীণস্ট্রীটে উদ্বোধন হল সম্পূর্ণ এশিয়ান মালিকানাধীন বৃহত্তম শপিং মল ইস্ট শপিং সেন্টার।
শনিবার দুপুর ১২টায় বিশাল এই শপিং সেন্টারের উদ্বোধন করেন ওয়েষ্টহাম এলাকার এমপি লিয়ান ব্রাউন। এসময় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক স্থানীয় ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, কাউন্সিলারবৃন্দ ও শপিং সেন্টারের ডাইরেক্টর ভারত পপেট।
উল্লেখ্য সপিং সেন্টারের অধিকাংশ শপই হচ্ছে এশিয়ান কালচারের। এতে সুপ্রতিষ্ঠিত যারকান অফ লন্ডন, বিডডিয়া, মেমসাব, এশিয়ান ব্রাইডাল এর মত নামী দামী সপিং প্রতিষ্ঠান। এছাড়া শাড়ী, গয়না, পোশাক সামগ্রী, বিয়ের যাবতীয় সামগ্রীসহ রকমারী খাবারের পরিবেশনা রয়েছে উল্লেখ করার মত। উক্ত প্রতিষ্ঠানে বেশ কয়েকটি বাংলাদেশী মালিকানাধীন সপ রয়েছে বলে জানাগেছে।
শপিং সেন্টারের ডাইরেক্টর ভারত পপেট জানান, একই ছাদের নিয়ে প্রায় সকল এশিয়ান শপিং আইটেম নিয়ে সাজানো হয়েছে ইষ্ট শপিং সেন্টার। তিনি এশিয়ান কাষ্টমারদের এই শপিং সেন্টার পরিদর্শনের আহবান জানান। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের ফলে এখানে প্রায় ২শ লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
ওয়েষ্টহাম এলাকার এমপি লিয়ান ব্রাউন বলেন, গ্রীনস্ট্রিটে এত বড় একটি শপিং সেন্টার উদ্বোধন হওয়ায় আমি আনন্দিত। তিনি লকেল কাউন্সিলকে এধরনের ব্যবসা প্রতিষ্ঠান সৃষ্টিতে সহযোগীতার আহবান জানান।
এদিকে সপিং সেন্টারের উদ্বোধন উপলক্ষে ছিল র্যাফে ড্র, গিফট বাউচার, ফেইস পেন্টিংসহ নানান আয়োজন। সপিং সেন্টারের উদ্বোধনের আগ থেকে কয়েক শতাধিক ক্রেতা শপিং সেন্টারের বাইরে অপেক্ষা করতে দেখা যায়।